তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'এক-এগারোর কুশীলবদের' বিচারে বিভিন্ন জায়গা থেকে যে কমিশনের প্রস্তাব উত্থাপিত হয়েছে, এটা সরকার শুনেছে। সরকার পরে এটা ভেবেচিন্তে দেখবে।' আজ বৃহস্পতিবার সচিবালয়ে 'সমসাময়িক গণমাধ্যম' শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, '২০০৭-২০০৮ সালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সরবরাহ করা খবর যাছাই না করে ছাপানো ছিল মাহফুজ আনামের তসাংবাদিকতা জীবনের 'বিরাট ভুল'।
'আত্মমর্যাদা থাকলে মাহফুজ আনাম পদত্যাগ করতেন' প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর বক্তব্য শতভাগ ঠিক। প্রতিহিংসা, রাগ-অনুরাগ বা ক্ষোভ-বিক্ষোভের বিষয় নয়। প্রধানমন্ত্রী ঘটনার বিবরণ দিয়েছেন, অক্ষরে অক্ষরে সত্য কথা বলেছেন।'
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ