শাসক গোষ্ঠীর কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরও পাহাড়ে শাসক গোষ্ঠী ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু রেখেছে। তারা চায় পার্বত্যাঞ্চল থেকে জুম্মজাতি নিচিহ্ন করতে। তাই পার্বত্য চুক্তি উদ্দেশ্য-প্রণোদিতভাবে বাস্তবায়ন হতে দিচ্ছে না। চুক্তি বাস্তবায়নে সরকারের অস্বদিচ্ছা ও কায়েমী স্বার্থবাদীদের ষড়যন্ত্রের কারণে সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী এবং উগ্র-জাতীয়তাবাদী শক্তি পার্বত্যাঞ্চলে তাদের অপতৎপরতা বৃদ্ধি করেছে। তাছাড়া পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বাঙালী ও ইসলামিকরণ করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহষ্পতিবার সকাল ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসপিসি) ১৮তম জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।
পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি অন্তিক চাকমার সভাপতিত্বে সম্মলনে আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, ছাত্র ও যুব সংগঠক ত্রিদিনাথ চাকমা, জেএসএস নেতা পলাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা, নরী নেত্রী জয়িতা চাকমা প্রমুখ।
সন্তু লারমা অভিযোগ করে আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার শাসক গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম করছে। পার্বত্যাঞ্চলের জুম্ম জাতি-গোষ্ঠীর অধিকার আদায়ে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি আহবান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ