সাড়ে ১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে লাইনটি সচল হয়।
কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রেল লাইন মেরামত করার পর একটি ইঞ্জিন দিয়ে লাইনটি পরীক্ষা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শ্রীমঙ্গলে আটকে থাকা জয়ন্তিকা ও পাহাড়িকা ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নং ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে গেলে ভোর থেকে এই লাইনে রেল যোগাযোগ বন্ধ থাকে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ