এক বছর আগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার হয়ে যাওয়া ৩৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৬ মিনিটে তারা বিজি-১৮৭-এর একটি ফ্লাইটে দেশে ফেরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটলিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মুরশিদ জাহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে এই ৩৫ বাংলাদেশি সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার হয়েছিলেন। এরপর থেকে তারা মালয়েশিয়ার বেলান্তিক ক্যাম্পে (সরকারী ক্যাম্প) আটক ছিলেন। সেখান থেকে তাদের বিমান ভাড়াসহ দেশে ফেরার যাবতীয় ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব