এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় পোল্যান্ডের নাগরিক পিটার শজেপ্যান মাজুরেকর বাসা আবারও অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রসহ পিটারের ব্যক্তিগত ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
পিটারসহ তিন সিটি ব্যাংক কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ১৪ নম্বর বাসার এ-১২ ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।
নাম প্রকাশ না করা শর্তে অভিযান পরিচালনায় অংশ নেওয়া এক গোয়েন্দা কর্মকর্তা জানান, পিটারকে জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ওই তথ্যের ভিত্তিতেই পিটারের বাসায় অভিযান চালিয়ে তার ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইলফোন ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছি। একই সঙ্গে তার ব্যবহৃত মোটর সাইকেল ও গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দু’টি মামলা করে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, জালিয়াতির ঘটনায় ৪টি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ