আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনরা ‘হস্তক্ষেপ’ করলে তার পরিণতি ‘শুভ’ হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে ‘জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের’ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় পৌর নির্বাচনে সরকার ও ক্ষমতাসীনদের অনিয়মের অভিযোগ তুলে তিনি একথা বলেন।
ইউপি নির্বাচন একটা কঠিন নির্বাচন উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, “তৃণমূলের এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সন্ত্রাসীরা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাহিনী হস্তক্ষেপ করে, তাহলে তৃণমূলে যে বিরাট একটা আন্দোলন শুরু হবে, সেটাকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না।”
খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, “দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাতে চায়, দেখো- সারা বাংলাদেশে নৌকার জয়জয়াকার। কিন্তু দেশের মানুষ ও বিশ্ববাসীকে এভাবে ধোঁকা দেওয়া সম্ভব নয়।”
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “এই সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করবে না; বরং আরও মামলা দেবে। আমি মনে করি, এ থেকে উত্তরণের একমাত্র পথ- আসুন এ সরকার যাতে ক্ষমতা থেকে বিদায় নেয়, সেজন্য ঐক্যবদ্ধ হোন। অতীতের ইতিহাস দেখুন; আন্দোলন ছাড়া, রক্ত ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। আমাদেরও আন্দোলনে যেতে হবে।”
নেতা-কর্মীদের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করে এই স্বৈরশাসককে বিদায় করতে হবে। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নামি। প্রয়োজনে বুলেটকে উপেক্ষা করে রাস্তায় নামুন। একবার যদি আমরা সাহস করে নামি, লাখো জনতার ঢল নামবে। বেগম জিয়ার নেতৃত্বে সবকিছু চুরমার, সব কিছু ধুয়ে মুছে যাবে।”
আয়োজক সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আজম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রত্যাগত প্রবাসী দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব