পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার তিন ‘জেএমবি নেতাকে’ দুই মামলায় ১৮ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুন এ আদেশ দেন।
আসামিরা হলেন হলেন দেবীগঞ্জ শহরের কামাতপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫), সুন্দরদীঘি ইউনিয়নের কালীরডাঙ্গা গ্রামের ভ্যান চালক হারেজ আলী (৩২) ও দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মসজিদপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে রমজান আলী (২২)।
এর মধ্যে আলমগীর বর্তমানে ১৫ দিনের রিমান্ডে থাকা জাহাঙ্গীর হোসেনের ভাই। জাহাঙ্গীরসহ তিনজন আগে গ্রেফতার হন।
রাষ্ট্রপক্ষের পিপি আমিনুর রহমান সংবাদিকদের বলেন, শনিবার পুলিশ এই তিন আসামিকে ২০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করলে পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন ১৮ দিনের অনুমতি দেন।
“পুলিশ হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় ১০ দিনের জন্য আবেদন করে। তবে আদালত হত্যা মামলায় ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৮ দিনের অনুমতি দেয়।”
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়রি দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তাদের বোমা ও গুলির আঘাতে আহত হন আরও দু'জন। ওই ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে, অস্ত্র ও বিস্ফোরক আইনে পুলিশ আরেকটি মামলা করে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব