হ্যাকিংয়ের মাধ্যমে ৮০ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে আজ অথবা কাল একটি বিবৃতি দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটি যেভাবে হ্যান্ডল করেছে সেটা অত্যন্ত অদক্ষতার পরিচয়। আর এমন একটি ঘটনা ঘটনার ২ মাস পার হলেও অর্থমন্ত্রীকে না জানানো কেন্দ্রীয় ব্যাংকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে তিনি মনে করেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব