একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শহীদ মিনারে নেওয়া হয় কবির মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কবি পরিবারের সদস্যরা, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা