মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে মঙ্গলবার (১০ মে) রাতে দেখা করতে এসে বিজয় সূচক 'ভি চিহ্ন' দেখালেন তার স্বজনদের একজন। তবে ওই স্বজনের পরিচয় জানা যায়নি।
নীল-সাদা চেক শার্ট পরা সেই ব্যক্তিসহ নিজামীর পরিবারের ২৬ সদস্য মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কারাগারের ভেতরে ঢোকেন।
নিজামীর আইনজীবী মতিউর রহমান আখন্দ জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নিজামীর পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেয়।
গত রবিবার মধ্যরাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
গত ৫ মে মানবতাবিরোধী এ অপরাধীর বিচার প্রক্রিয়ার সকল স্তর শেষ হয়। এতে ট্রাইবুনালে দেওয়া ফাঁসির রায় নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনেও বহাল রাখেন আপিল বিভাগ।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ