রাজধানীর গুলশানে স্প্যানিশ হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টা ৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে নিহতদের প্রতি এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেইসঙ্গে সাধারণ মানুষও গুলশান ট্রাজেডির ঘটনায় নিহতদের প্রতি তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছে।
আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান থেকে এ ঘটনায় নিহত বিদেশি নাগরিকদের মরদেহ তাদের আত্মীয়স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাইয়ের সন্ত্রাসী হামলায় মোট ১৭ জন বিদেশি প্রাণ হারান। এর মধ্যে নয়জন ইতালিয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।
বিডি-প্রতিদিন/৪ জুলাই ২০১৬/শরীফ