গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১৫/২০ জন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই ১৬/ সালাহ উদ্দীন