গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই জঙ্গিরা বিদেশি জিম্মিদের হত্যা করে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
অভিযান বিলম্বের প্রসঙ্গ টেনে আইজিপি শহীদুল হক বলেন, ‘অনেক উন্নত দেশের তুলনাও কম সময়ে এ ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। বেশকয়েকটি উন্নত দেশে এ ধরনের হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই থেকে চারদিন সময় লেগে গেছে। সেক্ষেত্রে মুম্বাই হামলায় চারদিন ও কেনিয়ায় দু’দিন লেগেছে। এসব ঘটনায় শতশত লোক মারা গেলেও কোনো জঙ্গি ধরা পড়েনি।’
পুলিশ প্রধান বলেন, ‘তারপরও অনেকেই দাবি করেছেন গুলশানের ঘটনায় অভিযানে বিলম্ব হয়েছে। কিন্তু আমি বলবো মোটেও বিলম্ব হয়নি। কারণ আমাদের টার্গেট ছিল জিম্মিদের মধ্যে যতটা সম্ভব জীবিত উদ্ধার করা। আমরা যতটুক জেনেছি রেস্টুরেন্টের দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই তারা বিদেশি জিম্মিদের হত্যা করে।’
বিডি প্রতিদিন/ ৪ জুলাই ২০১৬/ হিমেল-২০