রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে পাঁচজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়া।
এর আগে, গত শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিসহ ২০ জনকে জিম্মির পর হত্যা করা হয়। পরদিন সকালে কমান্ডো অভিযানে নিহত যে পাঁচ জঙ্গির নাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মামলায় তাদের আসামি করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
থানার আরেক পরিদর্শক শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী ও অস্ত্র ধারাসহ মোট পাঁচটি ধারায় মামলাটি দায়ের হয়েছে। যার তদন্ত করবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৬/মাহবুব