নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তার সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, মৎস ভবন, দোয়েল চত্বর, ইবিএল ও জিরো পয়েন্টে চেক পোস্ট থাকবে । আর মুসল্লিদের প্রত্যেককে তল্লাশি করে ঈদের জামাতে যেতে দেয়া হবে। শুধুমাত্র জায়নামাজ নিয়ে নামাজ পড়তে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এবছর ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডিসিসি কর্মকর্তারা জানান, নারী ও পুরুষ মিলিয়ে লক্ষাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৬/হিমেল-০২