গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুলিশ যে মামলা করেছে, তার তদন্ত করে ২৪ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আজ বুধবার এই আদেশ দেন। খবর বিডি নিউজের।
গুলশান থানার পরিদর্শক মো.সালাউদ্দিন মিয়া গত সোমবার মধ্যরাতে ওই মামলা করার কথা জানিয়ে বলেছিলেন, এজাহারে অজ্ঞাত পরিচয় আরও ‘অনেককে’ আসামি করা হয়েছে। আজ মামলার যে এফআইআর আদালতে তোলা হয়েছে, সেখানে আসামির কোনো সংখ্যা বা কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ছয়টি লাশ সন্ত্রাসীদের বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও পরে এদের পাঁচজনের পরিচয় পাওয়া যায়। তাদের অভিভাবকগণ তাদের সনাক্ত করেছেন। তারা জঙ্গি বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে।”
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/হিমেল-১৮