ওস্তাদের নির্দেশে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজের আগে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে র্যাবকে জানিয়েছে হামলার পর অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুরের এক মাদ্রাসা ছাত্র।
বৃহস্পতিবার সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের ২৫০ মিটার দূরে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবলসহ নিহত হয় ৪ জন।
হামলার পর পুলিশের অভিযানে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ; আর গুলিবিদ্ধ অবস্থায় পিস্তলসহ র্যাবের হাতে ধরা পড়েন শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল নামের ১৯ বছর বয়সী এক যুবক।
র্যাব-১৪ এর মেজর সাইফুল সাজ্জাদ জানান, শফিউল ইসলাম বলেছে তার বাড়ি দিনাজপুরর জেলা ঘোড়াঘাটে এবং সে মাদ্রাসার ছাত্র। সে আলিম পরীক্ষা দিচ্ছিল, কিন্তু শেষ করে নাই।”
শফিউল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, “তাদের যে ওস্তাদ, সে তাদেরকে এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছে।” তবে সেই ‘অ্যাসাইনমেন্ট’ ঠিক কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা এই র্যাব কর্মকর্তা দিতে পারেননি।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৬/মাহবুব