কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার জায়গার পাশেই পরিত্যক্ত একটি পুকুর থেকে র্যাব দুটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে। শুক্রবার এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, সন্দেহভাজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। র্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব বলেন, আমার ধারণা করছি ওগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র।
শোলাকিয়ায় এখনো থমথমে অবস্থা। বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। পাশাপাশি চলছে সাদা পোশাকের পুলিশের টহল।