যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আগামী সপ্তাহে ঢাকায় আসছেন।
বাংলাদেশের চাঞ্চল্যকর কোন বিষয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে তৎপর হতে দেখা গেছে নিশা দেশাইকে। এজন্য বিভিন্ন ইস্যুতে নিয়মিত সফরও করেছেন ঢাকায়।
সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পরে গত মে মাসে ঢাকায় এসেছিলেন তিনি। এ নিয়ে ঢাকায় এসে তখন বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু'দফা ঢাকায় আসেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন