কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন সন্ত্রাসী হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক জাহিদুল হক তানিমকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ ১নং আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ রিমান্ড মঞ্জুর করেন।
আটক জাহিদুল হক তানিম কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তার চান মিয়ার ছেলে।
এছাড়া হামলার ঘটনায় শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম নামে অপর এক আসামি র্যাবের হাতে আটক রয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জে।
ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের প্রায় চারশ গজ পশ্চিমে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশের ওপর জঙ্গী হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, চর শোলাকিয়া সবুজবাগ এলাকার এক গৃহবধূ ও আবির রহমান নামে এক জঙ্গী নিহত হয়।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৬/মাহবুব