ঈদে দীর্ঘ ছুটির কারণে আগামী শনিবার সরকারি অফিস খোলা থাকবে। গতকাল বুধবার এক তথ্যবিররণীতে একথা জানানো হয়।
ঈদের আগে সরকার নির্বাহী আদেশে ৪ জুলাইকে ছুটি ঘোষণা করে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দেয়।
প্রসঙ্গত, এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত ছিল। আর ৩ জুলাই ছিল শবে কদরের ছুটি। মাঝে শুধু ৪ জুলাই অফিস খোলা ছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ওই ছুটি ঘোষণা করেন।
ফলে এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পান দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবী। ঈদের ছুটির পর প্রথম অফিস করেন তারা ১০ জুলাই রবিবার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ