রাজধানীর গুলশানের ঘটনা নিয়ে গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরউল্লার বক্তব্য জঙ্গিবাদে মদদের শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
আছাদুজ্জামান মিয়া বলেন, মামলার সার্বিক অগ্রগতি ভালো। মূলত তদন্ত অনেক এগিয়েছি। তদন্তের খাতিরেই বিস্তারিত কিছু বলছি না এখনই। তবে পুলিশ নিয়ে কিছু মন্তব্য হচ্ছে, যা জঙ্গিবাদে মদদের শামিল।
পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে জাফরউল্লা চৌধুরী বলেছেন- বনানীর ওসি কেন গুলশানের ঘটনায় আগে গিয়েছে, আমি সে বিষয়টি স্পষ্ট করতে চাই। বনানীর ওসি সালাহ উদ্দিন নির্দেশনা অনুযায়ীই গিয়েছিলেন। ডিএমপি জানিয়েছিল জঙ্গি হামলা হয়েছে, পুলিশ ফোর্সকে যেখানে গিয়ে ঘিরে ফেলার নির্দেশনা দেওয়া হচ্ছে- ওসি সালাহ উদ্দিন সে হিসেবেই সেখানে যান।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-১৩