রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় শেওড়াপাড়ায় হামলাকারীদের আরেক আস্তানার সন্ধান পাওয়া গেছে। আস্তানা থেকে জঙ্গিদের মদদদাতা সন্দেহে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাজধানীর ৪৪১/৮ পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি হাতে তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত কালো পোশাক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকালই জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়ার অভিযোগ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ তিনজনকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/হিমেল-১৫