পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে রেল সংযোগ স্থাপন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন স্থাপন করা হবে।
আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠকে এর বাইরে আরও ৫টি দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৬/ আফরোজ