আগামী ১৩ আগস্ট নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরে প্রথম জাহাজ আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আচ বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে মের্সাস রাবেয়া শিপিং কোম্পানির নতুন লঞ্চ এমভি পারাবাত-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী শাজাহান খান বলেন, 'পদ্মা সেতুতে যে পাথর ব্যবহৃত হবে সেই পাথর বোঝাই জাহাজ পায়রা বন্দরে ভিড়বে। ১৩ আগস্ট একটি মাদার ভেসেল পায়রায় আসবে। লাইটারিং করে সেটা খালাস করা হবে। এছাড়া আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে আরো চারটি জাহাজ পায়রা বন্দরে আসবে।'
নৌমন্ত্রী আরো বলেন, 'পায়রা হবে চট্টগ্রামের পাশাপাশি আরেকটি সমুদ্র বন্দর। এখানে বড় বড় জাহাজ আসার সুযোগ রয়েছে। ২০১৮ সালের মধ্যে জেটিতে জাহাজ চলে আসবে। সরকারি দুইটি যাত্রীবাহী জাহাজ নির্মাণ করা হয়েছে। বরিশাল থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আরও দুইটি উপকূলীয় জাহাজের নির্মাণ কাজ চলমান রয়েছে।'
অনুষ্ঠানে মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির চেয়ারম্যান সহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভুঁইয়া, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা’র চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ