ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফেনী রেলওয়ে ষ্টেশন মাস্টার মাহবুবুর রহমান।
তিনি জানান, উদ্ধারকারী ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব