ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিকল মালবাহী ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান।
এর আগে বুধবার দিনগত রাত তিনটার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিথা, ঢাকা মেইল ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব