রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার দুপুরে দেয়া ওই শোকবার্তায় তারা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার সকালের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ২৫ জন প্রাণ হারায়। আহত হন শতাধিক শ্রমিক। কারখানাটিতে আজই বেতন-ভাতা দেয়ার কথা ছিল। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা