জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌঁনে ১১টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়।
পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। তিনি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাতের খুতবায় তরুণ সমাজকে ইসলাম নিয়ে বিভ্রান্তিতে জড়িয়ে বিপথগামী না হওয়ার আহবান জানানো হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে পৌঁছান।
বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ