প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। তার এ বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত গোলটেবিল মিলনায়তনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরো বলেন, সংবিধান অনুযায়ী দল-নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। মানুষ কোনো দলের অনুগত নির্বাচন কমিশন দেখতে চায় না। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে নির্বাচন কমিশনকে তাদের বর্তমান কর্মকাণ্ডের জন্য বিচারের সম্মুখীন করা হবে।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/ফারজানা