গত রবিবার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নতুন সভাপতিমণ্ডলীর পদে স্থান পান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগের কমিটিতে তিনি ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক।
আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, একজন সাধারণ কর্মীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমার রাজনৈতিক কর্মজীবনের জন্য এটা বড় সার্থকতা। এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি, এটা আমার বিরাট প্রাপ্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে চেষ্টা করব, যেন দায়িত্ব পালন করতে পারি।'
এ সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়েছে বলে জানান তিনি। দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও অভিনন্দন জানিয়েছেন নাহিদ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার