এবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় লিফটের সামনের দু’টি টাইলস উঠে গেলে বিষয়টি নজরে আসে। খবর বাংলানিউজের।
খবরে বলা হয়, রাতে বাঁশ ব্যবহারের খবরটি হাসপাতাল পরিচালকের কানে পৌঁছালে নড়চড়ে বসে কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে সিমেন্ট দিয়ে ঢেকে ফেলার চেষ্টাও করা হয়। কিন্তু টাইলসের ওপর থেকে সিমেন্ট সড়ে যাওয়ায় সে চেষ্টা বিফল হয়। এদিকে বিষয়টি নিয়ে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
অন্যদিকে বিষয়টি জানার পরই তাৎক্ষণিকভাবে প্রকৌশলীদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম। তিনি আরও বলেণ, মঙ্গলবার তারা এলে ঘটনাটি কি তা স্পষ্ট বোঝা যাবে। তারপরই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০১২ সালের ১৭ জুলাই রামেক হাসপাতালের এই নতুন ভবনের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-১৬