বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, আমরা বলি না নির্বাচন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। ইসি কারও লোক হবে না। যাদের নিয়োগ দেয়া হবে, তারা কেবল নিবার্চন কমিশনের লোক হবে।
মঙ্গলবার সন্ধ্যায় লালমনিহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ''দেশ আজ গনতন্ত্রহীন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলছে, অথচ দেশে আজ কেউই নিরাপদ নেই। সর্বত্র খুন আর গুম। পথে ঘাটে মানুষ নিরাপদ নয়। ভোটারবিহীন নিবার্চনে যারা সরকারে আছেন, তারা মানুষের কল্যাণে কোন কাজ না করে শুধু মাত্র লুটপাট ও খুন-গুমে ব্যস্ত। কথা বললেই মামলা, হামলা কোনখানেই শান্তি নেই, সর্বত্র অশান্তি বিরাজ করছে।''
তিনি আরও বলেন, সারাদেশে লাখ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অবৈধ ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করা যায়। এ ধরনের কার্যকলাপের জবাব জনগণ একদিন আদায় করে নিবে। তখন তাদের করার কিছুই থাকবে না।
বিএনপির এই নেতা বলেন, ''সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নিবাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য নিবার্চন কমিশন গঠন করতে হবে। মেরুদণ্ডহীন, দলীয় অন্ধ ও অনুগত কোন নিবার্চন কমিশন দেশবাসী মানবে না।''
কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন প্রমুখ। এর আগে বিএনপির এই নেতা বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ আবুল কাশেম ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব