দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, 'শুধু প্রভাবশালী নয়, দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।'
আজ বুধবার সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দুদকের মামলায় সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির সাজা প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, আদালতের রায়ের বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। তবে আমরা প্রতিটি মামলাতেই চাই, আসামির সাজা হোক।
তিনি বলেন, দুদকে অনেক অভিযোগ আসে। কিন্তু সব অভিযোগ দুদকে তফসিলভুক্ত হয় না। ফলে সব অভিযোগ অনুসন্ধানের পরে সাজার পরিমাণ হয় কম।
তিনি আরও বলেন, সাজার হার বাড়াতে আমরা পুরাতন আইনজীবী পরিবর্তন করে নতুন আইনজীবী নির্বাচন করেছি। যাতে সাজা পাওয়া মামলার হার আরও বাড়ানো যায়।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কাছে দেশের দুর্নীতি প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন একটি অংশ মাত্র।
চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশনকে কেউ প্রভাবিত করা চেষ্টা করেনি এবং কেউ অন্যায় আবদারের জন্যও কমিশনে আসেনি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৭