স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "বাংলাদেশ প্রয়োজনে অন্য রাষ্ট্রকে সহায়তা দেওয়া দেবে। কিন্তু অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেবে না।" আজ শনিবার দুপুর ২টার দিকে ফরিদপুরে একটি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানকালে তিনি এ কথা বলেন।
এ সময় খন্দকার মোশাররফ আরও বলেন, "আমরা পৃথিবীর কোনো দেশ থেকে আর সাহায্য-সহযোগিতা নিব না। নিজের প্রচেষ্টায় আমরা আমাদের পায়ে দাঁড়াব এবং প্রয়োজনে অন্য দেশকে আমরা সাহায্য সহযোগিতা করব।"
মন্ত্রী আরও বলেন, "রাজবাড়ীর দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু হবে। প্রথম পদ্মা সেতুটির কাজ শেষে হলেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।"
কানাইপুর ইউনিয়নের সভাপতি ফকির বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬