পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিরোধিতা করলে বিএনপিরই বিপদ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। সেটিকে আমার কাছে নিরপেক্ষ মনে হয়েছে। এ সার্চ কমিটিকে বির্তকিত করা বিএনপির উচিত হবে না।
এর আগে, বুধবার সন্ধ্যায় আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটির গেজেট প্রকাশ করে সরকার।
কমিটিরঅন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব