এই সার্চ কমিটি কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, 'দলের অনুগত লোক দিয়ে সার্চ কমিটি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে কীভাবে? এটা আমরা প্রত্যাশাও করবো কীভাবে?
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম দাবি ছিল সরকারের লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি সার্চ কমিটির প্রধান বা সদস্য হতে পারবেন না। কিন্তু যাকে প্রধান করা হয়েছে তিনি একজন বিচারপতি এবং অন্য সদস্যরাও লাভজনক পদে আসীন।
তাই এই সার্চ কমিটি কোনোভাবেই কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম