রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবে সে ব্যাপারে বিএনপি খুব বেশি আশাবাদী নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেলশ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দল হিসেবে এই সার্চ কমিটির কাছে বিএনপি প্রত্যাশা কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল রাজনৈতিক সংকট নিরসনে একটি নিরপেক্ষ ইসি গঠনের জন্য নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হবে। সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। কারণ, সার্চ কমিটি যাদের দিয়ে গঠন করা হয়েছে, তারা প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক। সুতরাং এই সার্চ কমিটি এখন কী করবে, সে ব্যাপারে আমাদের ধারণা প্রায় স্পষ্ট। সেই জন্য পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না।
তিনি আরও বলেন, এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যদি তারা ঘটাতে পারেন, তাহলে আমরা মনে করব যে, তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তবে, আমরা খুব বেশি আশাবাদী নই। এ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে সে ব্যাপারে আমাদের আশা ব্যাহত হয়েছে। আহত হয়েছি আমরা। আমরা ক্ষুব্ধ এবং হতাশ।
উল্লেখ্য, শনিবার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতারা মির্জা ফখরুলকে নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিতে যান। এদিকে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। এ কমিটির অনুসন্ধানের ভিত্তিতে গঠিত হবে নতুন নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/হিমেল