খুনের মামলায় গ্রেফতার রাজধানীর কামরাঙ্গীর চরের দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, দুই শিশুর বয়স নির্ধারণ না করে কারাগারে পাঠিয়ে আইনের বরখেলাপ করা হয়েছে। আদেশ অনুয়ায়ী ওই দুই শিশুকে হাইকোর্টে হাজির করা হয়। শিশুদের পক্ষে ব্যারিস্টার আবদুল হালিম শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত ২৪ নভেম্বর ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেফতার’ শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম। গত ২৯ নভেম্বর হাইকোর্ট ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কি-না সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। সেই আদেশ মোতাবেক গত ৪ জানুয়ারি লালবাগের ডিসি ও কামরাঙ্গীচরের ওসি আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই শিশুকে হাজিরে নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম