আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভারত ভ্রমণে আর কোনো ই-টোকেন লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন। ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটের বিপরীতে বাংলাদেশী যে কেউ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভারতীয় হাইকমিশন রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় করতে ভিসাপ্রাপ্তি সহজ করা হচ্ছে। বাংলাদেশী ভ্রমণকারী যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাদের ভারত যাওয়ার বিমান, রেল বা বাসের নিশ্চিত টিকিট (যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকলেই হবে।
ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার তারিখের এক মাসের মধ্যে হতে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রক্রিয়া ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজ করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন