খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এতে আরও আটজন গুরুত্বর আহত হয়েছেন।শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- নেঙ্গা মারমা (৪০), উতুরু মারমা (১৮), উকরাচিং মারমা (৩৫) ও পুলু মারমা (১৬)। এদের মধ্যে উতুরু মারমা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক বৌদ্ধ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে বহু লোক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের পাশে মেলার মত দোকান বসিয়েছিল অনেকে। ঢাকা থেকে পাথর বোঝাই (চট্রমেট্রো ১১-৩৮০০) ট্রাকটি দোকানে পিঠা খাওয়ার জন্য জড়ো হওয়া লোকদের উপর উঠে যায়। এতে ৭ জন নিহত ও ৮ জন আহত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ