বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, 'মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গঠনে প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যম বিরাট ভূমিকা পালন করতে পারে।'
আজ শনিবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহান স্বাধীনতা ও বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য লালন করে বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালি গণমাধ্যম কর্মীদের যথাযথ ভূমিকার কারণেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও মর্যাদাশীল দেশ হওয়ার রোল মডেল হিসেবে পরিচিত হয়ে ওঠছে বলেও মন্তব্য করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া।
বিজেআরএফ’র সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গঠনে প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যম ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম