কথাশিল্পী শওকত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে হঠাৎ বুকের ব্যথায় আক্রান্ত হন এই প্রবীণ সাহিত্যিক। বারবার স্প্রে করা হলেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বুধবার ভোরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শওকত আলীর হৃদযন্ত্র প্রায় বিকল হয়ে গেছে, কিডনিও অকেজো প্রায়। এছাড়া ফুসফুসে পানি জমেছে।
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন অসামান্য প্রতিভাধর এই কথাসাহিত্যিক। গত রবিবার ছিলো তার ৮২ তম জন্মদিন। ৮২তম জন্মদিনের রেশ কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল তাকে।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল