রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মামলার আসামি চরমপন্থী দলের সদস্য মো. মোয়াজ্জেম ফকির (৩২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বন গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম উপজেলার পাট্টা গ্রামের মো. আব্দুল মজিদ ফকিরের ছেলে।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম