আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা-সিলেট রুটে যাত্রীদের নিয়ে আকাশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বিমান বাংলাদেশের পরিচালনায় বিশেষ এই ফ্লাইটে পাইলট, ক্রু সবাই থাকবেন নারী।
আজ (বুধবার) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী বিজি ৬০৩ ফ্লাইটে থাকবেন এই কালজয়ী নারী পাইলট, ককপিট ও কেবিন ক্রুরা। উড়োজাহাজটি চালাবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং সঙ্গে থাকবেন ফার্স্ট অফিসার অন্তরা।
এভিয়েশন খাতে নারীদের আরও আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে এই উদ্যোগ বলে জানান রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
বিমান বাংলাদেশে ১৪০ জন পাইলট আছেন। এর মধ্যে নারী পাইলট ৯ জন। প্রায় সব ধরণ ও প্রকৃতির এয়ারক্রাপ্ট চালাতে সক্ষম এই নারী পাইলটরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ