২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজস্ব বাড়ানোর জন্য 'এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৯৪' এর সংশোধনীর প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, বছরের যে কোনো সময় অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পর্যন্ত ডেবিট কিংবা ক্রেডিট হয় এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে তা পূর্বের ন্যায় আবগারি শুল্ক আরোপ করা হয় না। এখন এক লাখ টাকার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক লাখ টাকার ঊর্ধ্বে হতে ১০ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান ৫০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ১০ লাখ টাকার ঊর্ধ্বে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকার পরিবর্তে আড়াই হাজার টাকা, এক কোটি টাকার ঊর্ধ্বে হতে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। সংশোধন করে তা ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকায় নামানো হয়।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা