সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি, পবিত্র ঈদুল ফিতরের ছুটি এবং কোর্টের অবকাশ শেষে রবিবার (২ জুলাই) থেকে সুপ্রিম কোর্ট খুলবে। ওইদিন থেকে সর্বোচ্চ আদালতে শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম।
গত ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
এসব আদালতে অবকাশের সময় বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হয়।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/এনায়েত করিম