সুন্দরবনের কালাবগীর আরবানিয়া খালে র্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধে ছোট মজনু বাহিনীর প্রধান রউফ নিহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। রবিবার সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) -৬ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সুন্দরবনের কালাবগির আরবেনিয়া খালের পূর্ব পাড়ে বনদস্যুদের একটি ঘাঁটিতে অভিযান চালায় র্যাব। অভিযানকালে সকাল ৯ টা ২৫ মিনিটে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। প্রায় ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। এ সময় বনদস্যু আব্দুর রউফ ওরফে রফুজ গুলিবিদ্ধ এবং র্যাবের এএসআই মিরাজুল ইসলাম ও কনস্টেবল কাউসার আহত হন।
আহত রউফকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি একনলা রাইফেল, ৯ রাউন্ড রাইফেলের গুলি,৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ টি খোসা, একটি ৩ ফুট লম্বা রামদা ও একটি তরবারি উদ্ধার করেছে র্যাব।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন