নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে (২৫) ভারত থেকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।
মামুনের বাড়ি জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বড় বালকি উত্তরপাড়া গ্রামে।
তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, কবে কখন সে আটক হয়েছে এ বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে তার মা জানিয়েছে ৮ বছর আগে সে ভারতে চলে যায়। এরপর থেকে তার কোন খোঁজ নেই।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/মাহবুব