সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
তিনি জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ ই জাহান